ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাকির-লিটনের ফিফটিতে শতরানের লিড

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২২, ১৫:০৩

বিনা উইকেটে ৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করলেও দুপুরের মধ্যেই ৭ উইকেট হারায় বাংলাদেশ।

শান্ত অপরাজিত ছিলেন ৫ রানে। তাকে দিয়েই শনিবার পতনের শুরু। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডাব্লিউ হয়ে ৫ রানেই ফিরেন শান্ত।

আগের ইনিংসের সর্বোচ্চ স্কোরার মুমিনুল হকও ফিরেছেন ৫ রানে। মোহাম্মদ সিরাজের বলে খোঁচা মেরে ধরা পড়েন ঋষভ পন্থের গ্লাভসে। মুশফিকুর রহিম আবারও ব্যর্থ। অক্ষর প্যাটেলের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে করেন ৯ রান।

এরপর দলের হাল ধরে লড়াই শুরু করেন ওপেনার জাকির হাসান এবং লিটন দাস। তবে জুটিতে ৩২ রানের বেশি ওঠেনি। ফিফটি পূরণ করার পর উমেশ যাদবের বলে জাকির হোসেন বিদায় নেন ৫১ রানে। এরপর অক্ষরের বলে এলবিডাব্লিউ হয়ে 'ডাক' মারেন মেহেদি মিরাজ। বাংলাদেশের ভরসা হয়ে ছিলেন লিটন। তার সঙ্গে যুক্ত হন সোহান। দুজনের জুটিতে চা বিরতির আগেই বাংলাদেশের লিড একশ ছাড়িয়ে যায়।

মাঝে একবার লিটনকে আম্পায়ার এলবিডাব্লিউ ঘোষণা করলেও তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। নুরুল টি-টোয়েন্টির গতিতে রান তুলছিলেন। ২৯ বলে ২ চার ১ ছক্কায় ৩১ রান করে তিনি অক্ষর প্যাটেলের বলে স্টাম্পড হলে ভাঙে ৪৮ বলে ৪৬ রানের জুটি। এরপর ৭৪ বলে লিটন তুলে নেন ক্যারিয়ারের ১৫ নম্বর টেস্ট ফিফটি। এর আগেই অবশ্য স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২১৪ রান। লিড হয়েছে ১২৭ রানের। তাসকিনকে নিয়ে লড়ছেন লিটন।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ