আইপিএল নিলামের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের পেসার স্যাম কারান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের বাঁহাতি পেসারকে ১৮.৫০ কোটিতে কিনেছে পাঞ্জাব কিংস। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো কেড়েছেন বেশ। ক্ষুদ্রতম সংরক্ষণে দলকে বিশ্বসেরা করায় তার অবদান ছিল অনেক বেশি। ভালো পারফরম্যান্সের মূল্যটাও পেলেন খুব দ্রুত।
২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দুজনেরই মূল্য উঠেছিল ১৭ কোটি রুপি পর্যন্ত। এবার সেই রেকর্ডই ভাঙলেন স্যাম। মাত্র ২৪ বছর বয়সেই হলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়।
শুক্রবার ভারতের কোচিতে বসেছে আইপিএলের ছোট পরিসরের নিলাম। নিলামে অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া অবিক্রিত থেকে গেছেন টাইগারদের তারকা ব্যাটার লিটন দাসও। এছাড়া কোনো দল আগ্রহ দেখায়নি সাউথ আফ্রিকান হার্ডহিটার ব্যাটার রাইলি রুশো ও ইংলিশদের সাবেক অধিনায়ক জো রুটকে নিয়েও।
গতবারের নিলামে দুইবার সুযোগ পেয়েও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। এবারেও প্রথম ডাকে ঘটল তাই। দুই কোটি রুপির ভিত্তিমূল্য দেড় কোটিতে নামিয়ে আনার পরেও টাইগার অধিনায়কের ব্যাপারে আগ্রহ দেখায়নি কেউই।
দুই দল বাড়িয়ে ১০ দলের আসন্ন আসরে দল পেয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস। ভিত্তিমূল্যের ২ কোটি রুপিতে তাকে টেনেছে গুজরাট টাইটানস। ১.৫ কোটি ভিত্তিমূল্যের হ্যারি ব্রককে ১৩.২৫ কোটি রুপিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে টেনেছে পাঞ্জাব। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় রাজস্থানে খেলবেন জেশন হোল্ডার।
এবারের আসরে প্রাথমিক তালিকায় ৯৯১ জন ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত নিলামে তোলা হয়েছে ৪০৫ জনকে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার। সাকিব, লিটন দাস ছাড়াও নিলামের চূড়ান্ত তালিকায় আছেন তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ