২০২৩ আইপিএলের নিলামে অবিক্রিত রয়ে গেলেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। এবারের নিলামে সাকিবের ভিত্তিমুল্য ছিল দেড় কোটি রুপি এবং লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। তবে, কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের কিনতে আগ্রহ না দেখানোয় এখন পর্যন্ত দল পাননি তারা। তবে পরবর্তীতে ফের তার নাম তোলা হতে পারে।
বাংলাদেশ থেকে সাকিব, লিটন, আফিফ ও তাসকিনের নাম এবার নিলামের তালিকায় আছে। কিন্তু এর মধ্যে সাকিব ও লিটন দল পাননি। বাকিদের ভাগ্যে কী ঘটে তা দেখতে অপেক্ষায় থাকতে হবে নিলামের শেষ পর্যন্ত। সেট টু'তে অলরাউন্ডার ক্যাটাগরিতে ছিল সাকিবের নাম। ভিত্তিমুল্য ছিল দেড় কোটি রুপি। ২০১১ সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ সাকিব। ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। দুটো শিরোপা জিতেছেন সেই দলের হয়ে। ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন এই অলরাউন্ডার। তবে ২০২১ সালে আবারও ফেরেন কলকাতায়। এর পরের বছর তাকে ছেড়ে দেয় কেকেআর। আইপিএলে ৯ আসরে ৭১ ম্যাচ খেলে ৭৯৩ রান ও ৬৩ উইকেট নিয়েছেন তিনি।
প্রথম ধাপ শেষে অবিক্রিত খেলোয়াড়দের আবারও নিলামে তোলা হয়। সেখানে সাকিব ও লিটনের নাম থাকবে কি না -এই জিজ্ঞাসার উত্তর পেতে করতে হবে অপেক্ষা।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ