বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জানিয়েছেন, বাংলাদেশে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। বাংলাদেশের দর্শকদের আক্ষেপ ঘোচাতে মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলের প্রীতিম্যাচ আয়োজন করা হবে।
তিনি বলেন, এই মুহূর্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাজ চলছে। সেটি শেষ হতে আগামী বছরের জুন-জুলাই হবে। এছাড়া তারা মাত্র বিশ্বকাপ শেষ করলো। এখন তাদের ক্লাব ফুটবল শুরু হবে। আমরা তাই চেষ্টা করছি জুন-জুলাইয়ে লিগ এবং স্টেডিয়ামের কাজ শেষ হলে তারপরই তাদের নিয়ে আসতে।
এদিকে আর্জেন্টাইনদের ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ফুটবল বিশ্বমঞ্চে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মেসিরা। টাইব্রেকারে ৪-২ ব্যবধানেই ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিট পর্যন্ত খেলা ২-২ গোলের সমতা ছিল। এরপর অতিরিক্ত সময়েও স্কোরবোর্ড ৩-৩ ব্যবধানে সমতায় থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ