ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

লুসাইলে আর্জেন্টিনার সমর্থকদের গর্জন

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২২, ২১:১৮

কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি আসনের স্টেডিয়াম লুসাইল। ৮০ হাজার ধারণ ক্ষমতা থাকলেও মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে ৮৮ হাজারও হয়েছে। আজ রোববার ফাইনালে সেই সংখ্যার কাছাকাছি হওয়ার কথা।

লুসাইল স্টেডিয়ামের গ্যালারির যেদিকে চোখ যায় সেখানেই আর্জেন্টিনার জার্সি না হয় পতাকা। লুসাইল স্টেডিয়াম যেন আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স। খেলা শুরুর সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার সমর্থকদের গান। পুরো স্টেডিয়াম তাদের দখলে।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের সমর্থক খুব কম৷ ফ্রান্সের গোলপোস্টের পেছনেই মূলত তাদের অবস্থান। ফ্রান্সের সমর্থকরা এখন পর্যন্ত নিশ্চুপ।

ব্রাজিল এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ব্রাজিলের সমর্থকদের অনেকে টিকেট কেটেছিলেন ফাইনালের৷ প্রিয় দল ফাইনালে না ওঠলেও কয়েকজন ব্রাজিলের জার্সি পড়েই খেলা দেখতে এসেছেন। আবার অনেকে লাতিন হিসেবে আর্জেন্টিনার জার্সিও পড়েছেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ