ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

বিশ্বকাপ ফ্রান্সেরও প্রাপ্য

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২২, ১৩:১৩

যেন দোটানায় পড়ে গেলেন উসমান দেম্বেলে। দেশের হয়ে নিজেও জিততে চান বিশ্বকাপ, সঙ্গে সাবেক ক্লাব সতীর্থের হাতেও দেখতে চান সোনালি ট্রফি।

ফ্রান্সের এই ফরোয়ার্ডের মতে, বিশ্ব সেরার মুকুট যেমন লিওনেল মেসির প্রাপ্য তেমনি ফরাসিদেরও। এবারের ফাইনালই হতে যাচ্ছে বিশ্বকাপে তার শেষ ম্যাচ। মেসির শেষটা রঙিন দেখতে চান অনেকেই। প্রতিপক্ষ হলেও দেম্বেলেও যেন চাইছেন এমন কিছু। আবার নিজ দলের প্রতিও তো কাজ করছে টান।

সংবাদ সম্মেলনে তার কণ্ঠে শোনা গেল দ্বিধার সুর, ‘মেসির বিশ্বকাপ প্রাপ্য। তারা টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। আর এই একটা ট্রফিই তাদের অধরা। তবে ফ্রান্সেরও প্রাপ্য বিশ্বকাপ।’ ক্লাব ও জাতীয় দলের প্রায় সব শিরোপার স্বাদই পেয়েছেন মেসি। রেকর্ড, অর্জন, কীর্তিতে ঠাসা তার ক্যারিয়ার। স্রেফ বিশ্বকাপটা বাদে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ