ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

প্রথমার্ধ শেষে এগিয়ে ক্রোয়েশিয়া

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২২, ২১:৫৬

পর্দা নামার অপেক্ষায় কাতার বিশ্বকাপ। আগামীকাল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে সাঙ্গ হবে ফুটবল মহাযজ্ঞ। তার আগে আজ শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও মরোক্কো। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি।

ম্যাচেরৃ প্রথমার্ধ শেষে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। ৪২ মিনিটে ওরসিচের অসাধারণ এক গোলে এগিয়ে যায় দলটি। এ সময় মার্কো লিভাজার বাড়িয়ে দেওয়া বল বামদিকে পেয়ে কোনাকুনি শট নেন। বল দূরের পোস্টে লেগে জালের ভেতরে যায়। আর ক্রোয়েশিয়া এগিয়ে যায় ২-১ গোলে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ক্রোয়াটরা।

মরোক্কোর বিপক্ষে বেশ প্রভাব বিস্তার করে খেলছে ক্রোয়াটরা। ৫৪ শতাংশ বলের দখল তাদের কাছে। আক্রমণেও এগিয়ে তারা। এ পর্যন্ত ছয়টি কার্যকর আক্রমণ শানিয়ে গোলপোস্টের দিকে শট নিয়েছিল। তার মধ্যে তিনটি ছিল অন টার্গেটে। একটি থেকে গোল হয়েছে। অন্যদিকে মরোক্কো অন টার্গেটে একটি শট নিয়ে এক থেকেই গোল করেছে।

সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে নবম মিনিটেই সমতা ফেরায় মরোক্কো। তারাও ফ্রি কিক থেকে উড়ে আসা বল থেকে গোল করে। এ সময় ডানদিকে ফ্রি কিক পায় আটলাস লায়ন্সরা। ফ্রি কিক থেকে উড়ে আসা বল ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু বল তার মাথা ছুঁয়ে চলে আসে গোলপোস্টের সামনে। সেখানে আচরাফ দারি নিচু হয়ে হেড নিয়ে জালে পাঠান বল। তাতে ফেরে সমতা (১-১)।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এ সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে ইভান পেরিসিচ বল পান। তিনি হেডে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটাতে আবার হেড নেন জোসকো। বল জালে জড়ায়। এগিয়ে যায় ক্রোয়েশিয়া (১-০)।

মরোক্কোর শুরুর একাদশ: ইয়াসিন বুনু, জাওয়াদ এল ইয়ামিক, আচরাফ দারি, ইয়াহইয়া আত্তিয়াত-আল্লাহ, আচরাফ হাকিমি, সোফিয়ান আমরাবাত, বিলাল এল খানৌস, আবদেলহামিদ সাবিরি, ইউসুফ এন-নেসিরি, সোফিয়ান বাউফল ও হাকিম জিয়াছ।

ক্রোয়েশিয়ার শুরুর একাদশ: ডমিনিক লিভাকোভিচ, জোসিপ সুতালো, জোসকো গারদিওল, জোসিপ স্ট্যানিসিক, মাতেও কোভাসিক, লাভরো মেজার, লুকা মডরিচ, ইভান পেরিসিক, মিসলাভ ওরসিক, আন্দ্রেজ ক্রামরিক ও মার্কো লিভাজা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ