আর মাত্র এক দিন পর শেষ হবে ফুটবলের বিশ্বযজ্ঞ। আরব বিশ্বের প্রথম আয়োজনকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নিয়েছে কাতার। ফাইনালকে ঘিরে প্রকাশ করা হয়েছে নতুন গান।
এজ আল আরব শিরোনামে গানটি গেয়েছেন মিশরের হিপ-হপ র্যাপার ওয়েগস। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে কাতারের আইকনিক দৃশ্যগুলো। সুক ওয়াকিফসহ চোখে পড়বে পশ্চিম উপসাগরে ঐতিহ্যবাহী ক্রুজ।
এদিকে বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা সাজিয়েছে কাতারভিত্তিক সম্প্রচার প্রতিষ্ঠান বিন স্পোর্টস। ফ্রিতে সম্প্রচার করবে রোববারের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ। ফলে ইউটিউব চ্যানেলে ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার জনগণ।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ