ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

ফরাসি দলে ফিরেছেন ভারানে-কোনাতে

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২২, ২০:৫৪

ফরাসি শিবিরে ফাইনালের মাত্র দুই দিন আগেই আসে সংবাদটা। নতুন করে 'ক্যামেল ফ্লু'র উপসর্গ দেখা যায় দুই ফরাসি সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে। তবে আশার খবর সুস্থ রয়েছেন তারা। এমনকি শনিবার দলের অনুশীলনে যোগ দিয়েছেন এ দুই ডিফেন্ডার। এমন সংবাদই প্রকাশ করেছে ফরাসি সংবাদ মাধ্যম লা'কিপ।

আগের দিন লা'কিপ জানিয়েছিল, ক্যামেল ফ্লু'তে আক্রান্ত হয়েছেন ভারানে ও কোনাতে। তবে উপসর্গ ছিল খুবই হালকা। যদিও ভারানের চেয়ে কোনাতের মধ্যে লক্ষণ ছিল কিছুটা বেশি। যে কারণে তখনই আলাদা করে রাখা হয়েছে তাদের। ব্লুজ কর্মীদের অধীনে পর্যবেক্ষণে থাকেন তারা। এদিন কোনাতে ও ভারানে দুই জনেরই অবস্থার উন্নতি দেখা যায়। যে কারণে দলের সঙ্গে যোগ দেন এ দুই খেলোয়াড়।

সেমি-ফাইনালের আগেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওট উপামেকানো ও আদ্রিয়েন রাবিও। এর পরদিন সে তালিকায় যোগ দেন কিংসলে কোমান। মূলত মরুর দেশ কাতারের স্টেডিয়ামগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে অসুস্থ হয়ে পড়ছেন বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী রোববার রাতে বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ