আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ আসরের পর্দা নামছে। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ ঘটিকায়।
আর সেই ম্যাচকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশজুড়ে ১৪ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স সরকার। রোববার সকাল থেকে এই পুলিশ সদস্যদের দায়িত্ব শুরু হবে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোতায়েন করা এ পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৭৫০ জন রোববার ফাইনাল ম্যাচের দিন প্যারিসের চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউয়ের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া রোববার চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
বুধবার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মরক্কোকে ফাইনাল নিশ্চিত করার পর প্যারিসসহ বিভিন্ন শহরে আনন্দমিছিল বের করেছিলেন ফুটবলপ্রেমীরা; কিন্তু পরে সেই মিছিল রীতিমতো দাঙ্গায় রূপ নিয়েছিল। দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে গত দু’দিনে প্যারিস থেকেই গ্রেফতার করা হয়েছে ১১৫ জনকে।
সংবাদ সম্মেলনে গেরাল্ড ডারমানিন আরো বলেন, ‘আনন্দ মিছিলের আড়ালে সহিংসতা ছড়ানো আমরা একেবারেই বরদাস্ত করব না। সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ফ্রান্সের ফুটবলপ্রেমীদের কাছে বিজয় বা সাফল্য উদযাপনের একটি জনপ্রিয় স্থান প্যারিসের চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউ। ২০১৮ সালের বিশ্বকাপ আসরে যখন দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ফ্রান্স, তা উদযাপনে ফাইনাল ম্যাচের দিন চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউয়ে জড়ো হয়েছিলেন ৬ লাখেরও বেশি ফুটবলপ্রেমী।
সূত্র : এএফপি
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ