ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মরক্কোর

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২২, ২১:০৭

মরক্কো উত্থানের অসাধারণ গল্প লিখেছে কাতার বিশ্বকাপে। একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে দলটি চলে আসে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিরুদ্ধে হেরে যায় আশরাফ হাকিমিরা। ম্যাচটিতে হারের পর রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে আফ্রিকার প্রতিনিধিরা।

এ ব্যাপারে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মরক্কো ফুটবল দল। তাদের অভিযোগ, খেলার প্রথমার্ধে সোফানি বুফলকে ফাউল করেন ফ্রান্সের থিয়ো হার্নান্দেজ। কিন্তু রেফারি সিজার রামোস উলটো বুফলকেই হলুদ কার্ড দেখান। দ্বিতীয়ার্ধেও ঘটে একই ঘটনা।

বিরতির পর সেলিম আমাল্লাকে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল বলে মরক্কোর খেলোয়াড়রা অভিযোগ করে রেফারির কাছে। কিন্তু এক্ষেত্রেও রেফারির সিদ্ধান্ত গেছে ফ্রান্সের পক্ষে।

মরক্কোর ফুটবল দল এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে রেফারির অন্তত দুটি সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গেছে। এ ব্যাপারে মরোক্কান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা রেফারির সিদ্ধান্ত পুনর্বিশ্লেষণের আবেদন করেছি। এ ব্যাপারে ফিফাকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ