৩৬ বছরের আক্ষেপ ঘুচাতে আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা আর্জেন্টিনার। নিজের দ্বিতীয় ফাইনালের অপেক্ষায় অধিনায়ক লিওনেল মেসি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা। কিন্তু এবার তাদের ঐতিহ্যবাহী হোম সাদা-আকাশি জার্সি পরে ফাইনাল খেলতে নামবে আলবিসেলেস্তারা।
রোববার কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। বৃহস্পতিবার সকালের নাস্তা শেষে ডাইনিংরুমে আর্জেন্টিনা দলের কিট ম্যানেজার ঘোষণা করেন, ‘ফিফা জানিয়েছে ১৯৭৮ ও ১৯৮৬-র বিশ্বকাপে আর্জেন্টিনা যে ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সি পরে খেলে চ্যাম্পিয়ন হয়েছিল, ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও সেটা পরে খেলব আমরা।’
এই খবর শুনে দলের সব ফুটবলার উচ্ছ্বসিত হয়ে উঠলেও, নির্লিপ্ত ছিলেন অধিনায়ক লিওনেল মেসি এবং কোচ লিওনেল স্কালনি। কারণ তোদের চোখ কেবলই শিরোপায়। এদিকে ১৯৭৮ এবং ১৯৮৬ সালের ফাইনালে সাদা-আকাশি জার্সি পরে খেলে দুবার শিরোপ জিতেছে আর্জেন্টিনা।
আর ১৯৯০ এবং ২০১৪ সালের ফাইনালে অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামে হারের তেতো স্বাদ পেয়ে ছিল আলবিসেলেস্তারা। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলের হারের ম্যাচে অ্যাওয়ে জার্সি পরে ছিল আর্জেন্টিনা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ