সেমি-ফাইনালের আগেই 'ক্যামেল ফ্লু' নামক ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওট উপামেকানো ও আদ্রিয়েন রাবিও। এবার সে তালিকায় যোগ হলেন কিংসলে কোমান।
শুক্রবার (১৬ ডিসেম্বর) জানা গেল নতুন করে আরও দুই খেলোয়াড় আক্রান্ত হয়েছেন এই ফ্লুতে। অথচ বিশ্বকাপ ফাইনালের বাকি মাত্র দুইদিন।
এদিন ফ্রান্সের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন করে ক্যামেল ফ্লু'তে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের দুই সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে। উপামেকানো না থাকায় সেমি-ফাইনালে এ দুই ডিফেন্ডারই খেলেছিলেন মরক্কোর বিপক্ষে।
তবে তাদের মধ্যে ভাইরাসের খুবই হালকা উপসর্গ দেখা গিয়েছে। অবশ্য ভারানের চেয়ে কোনাতের মধ্যে লক্ষণ কিছুটা বেশি। তাই আলাদা করে রাখা হয়েছে তাদের। ব্লুজদের কর্মীরা সতর্কতার সঙ্গে আগামী কয়েক ঘণ্টা তাদের পর্যবেক্ষণ করবেন। এরপরই জানা যাবে আদৌ তারা খেলতে পারবেন কিনা।
মূলত মরুর দেশ কাতারের স্টেডিয়ামগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে অসুস্থ হয়ে পড়ছেন বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। এসির ঠাণ্ডা বাতাসে এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন খেলোয়াড়সহ অনেক সমর্থকও। অবস্থা এতোটাই কঠিন হয়েছে যে প্রচণ্ড ঠাণ্ডা থেকে উতরে উঠতে হিমশিম খেয়েছেন বিশ্বকাপে অংশগ্রহণকারী অনেক সমর্থক। ফলে বাধ্য হয়ে দেশে ফিরেছেন তারা।
রোববার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ