বাংলাদশকে ফলো অনে না পাঠিয়ে আবার ব্যাট করে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রানের।
শেষ বিকেলে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আরও বড় বিপদে ফেলতে চেয়েছিল ভারত। তবে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত আর জাকির হাসান সেই সুযোগ দেননি।
ভারত ১২ ওভারে ব্যবহার করেছে পাঁচ বোলার। কিন্তু উইকেট ফেলতে পারেনি। বিনা উইকেটে ৪২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। শান্ত ২৭ আর জাকির ১৫ রানে অপরাজিত আছেন।
এরআগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০০ রান করে ভারত। জবাব দিতে নেমে ১৫০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ