পূর্ব সতর্কতা ছাড়াই টুইটারের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।
রোববার (০৬ নভেম্বর) টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, যারা ভুয়া অ্যাকাউন্ট চালায় তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। তাই এসব অ্যাকাউন্ট কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বন্ধ করে দেয়া হবে।
এক টুইটে ইলন মাস্ক জানিয়েছিলেন, এর আগে টুইটার এমন অ্যাকাউন্ট স্থগিত করার আগে সতর্ক করত। তবে যেহেতু টুইটার এখন বড় পরিসরে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই এখন থেকে আরো কোনো ধরনের সতর্কবার্তা দেয়া হবে না।
সূত্র : রয়টার্স
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ