নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (৩০ জুন) মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে প্রতিবাদ জানান তিনি।
ফারুকী লেখেন, ‘শিক্ষককে বের করে নিয়ে আসা হচ্ছে। ভিড়ের ভেতরে তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। একটু পর দেখা গেল তাকে। তার গলায় জুতার মালা। তার মুখটা ঠিকঠাক দেখা গেলেও আমার, আমাদের মুখটাই আর দেখতে পাচ্ছিলাম না। এই দৃশ্য লজ্জার, অপমানের।’
অপরাধীদের শাস্তি দাবি করে নির্মাতা লিখেছেন, ‘যে বা যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যাগরিষ্ঠের ঔদ্ধত্যের চেয়ে অশ্লীল কিছু দেখে নাই এই পৃথিবী, কোনোকালে।’
প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল সদরের এক কলেজছাত্রের পোস্টকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পোস্ট দেয়ার পরদিন ওই ছাত্র কলেজে গেলে কিছু মুসলমান ছাত্র তাকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন।
এর মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পাহারায় তাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে দাঁড় করিয়ে পুলিশের সামনেই গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়। পরে তাকে পুলিশী হেফাজতে নিয়ে যাওয়া হয়।
নয়া শতাব্দী/ এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ