পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসে লঞ্চ ডুবে নিখোঁজ হওয়া ভোলার চরফ্যাশন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক তামীমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে!
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত একটা ঐতিহাসিক প্রোগ্রামে যোগদান করার সময়, অর্থাৎ সাংগঠনিক ভাবে ছাত্রলীগের দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করা অবস্থায় একটা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা নিখোঁজ হলো, ও মৃতদেহ উদ্ধার হলো। অথচ ছাত্রলীগের প্যাডে একটা শোকবার্তা নেই, শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর মতো জাতীয় ও স্থানীয় পর্যায়ে দলীয় কোন উদ্যোগ বা দৃশ্যমান কার্যক্রম নেই!
সারাদিন আওয়ামিলীগ সরকারের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে গালাগালি করা, মিথ্যা অপপ্রচার চালানো, ধাক্কাধাক্কিতে মার খাওয়ার নাটক করে হাসপাতালে ভর্তি হওয়া নূরু গং দের দেখতে হাফ ডজন জাতীয় নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান, নিজেদের একটা তাজা প্রাণ ঝরে গেলো, কারো কোন সাড়াশব্দ নেই! বাবা-মাকে একটি স্বান্তনা, একটু মানসিক শক্তি দিতে দলীয়ভাবে কজন গিয়েছে??
তাহলে একটি ঐক্যবদ্ধ পরিবার, আদর্শিক বন্ধন এসব নিছক ‘রাজনৈতিক টোন’ মাত্র?? গুটিকয়েক জনের আত্মোন্নতির তরে সবাই এখানে স্রেফ ব্যবহারের টয়লেট টিস্যু মাত্র!!
চরফ্যাশন উপজেলার সভাপতি-সেক্রেটারি থেকে শুরু করে স্থানীয় প্রায় সকল ছাত্রলীগ নেতাকর্মী কন্টিনিউয়াস নক দিয়ে কোন মাধ্যমেই কেন্দ্রে যোগাযোগ করতে না পেরে, বেশির ভাগ আমাকে কল দিচ্ছে, ইনবক্স করছে, মেনশন করছে- ভাই, বিষয়টা দেখবেন!
কি দেখবো? কিভাবে দেখবো?? আর দেখার জন্য আমি কে? হো এম আই???
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ