ছাত্রলীগ এতিমের সংগঠন, এটা মানতে আমি মোটেও রাজি নই! বিভিন্ন সময়ে ব্যক্তিস্বার্থের নানা ইকুয়েশনে ছাত্রলীগকে এতিম করে রাখা হয়, যেন প্রয়োজনে টিস্যু বানিয়ে ব্যবহার করে প্রয়োজন শেষে ডাস্টবিনে এতিম বেওয়ারিশ বলে ফেলা দিতে সমস্যা না হয়!
যে কয়টা দিন দায়িত্বে ছিলাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতা-কর্মীর প্রতি আমার জ্ঞাতসারে কেউ কোন প্রকার অন্যায় আচরণ করে পার পায়নি! কোন হোমরাচোমরারা, ব্যক্তি-গোষ্ঠী, কেউ না!!
দায়িত্ব নেয়ার জন্য ব্যক্তিস্বার্থের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে সৎ সাহস, কলিজা আর গাটস থাকতে হয়! এটা সবার থাকে নাহ!
অনেক না বলা কথা, চাপা কষ্ট, অভিমান,অনুযোগ .... যা হয়তো উপরের একজন ছাড়া কেউ জানবে না, বুঝবে না!
লেখক: সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।
(লেখকের ফেসবুক থেকে নেয়া)
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ