মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

ফেসবুকে পুরোনো ছবির নাড়াচাড়ার হিড়িক!

প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২৪, ১৯:২১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ২০:১৭

ফেসবুকে ঢুঁ মারলেই এখন ভেসে আসতে থাকে এক যুগ আগের ছবি। ছবিগুলো দেখে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকা বন্ধুদের চিনতে কষ্ট হয়। দীর্ঘদিন আগের সেই ছবি ঘিরে মন্তব্যে ঘটছে মজার ঘটনা। সেগুলো নিয়ে চলছে হাসি-ঠাট্টা। মজার এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটাগরিকরা।

বন্ধুর ছবিতে গিয়ে ‘Nice & Attractive’ এটা কে রে, দিলাম লাড়া এই জাতীয় কমেন্ট করেছেন ফেসবুকবাসী। বন্ধুদের কেউ কেউ কমেন্টে সাড়াও দিচ্ছেন। ৫-১০ বছর আগের ছবিতে অনেকে তুলনা দেখে অবাক হচ্ছেন। কেউবা আফসোস স্বরে জানাচ্ছেন, পুরনো দিনগুলোই সুন্দর থাকার কথা।

পুরনো ছবিতে কমেন্টের এই জোয়ার থেকে রেহাই পাচ্ছেন না সেলিব্রেটিরাও। খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের পুরনো ছবিতেও মজার ছলে কমেন্ট করছেন অনেকে। গায়ক, অভিনেতা, শিল্পী, ফেসবুকে বহুল পরিচিত মানুষদের পুরনো ছবিও খুঁজে বের করছেন উৎসুক ফেসবুকবাসী।

খোঁজ নিয়ে জানা যায়,এটি মূলত ফেসবুক অ্যালগরিদমের কারসাজি। আপনার পুরনো পাবলিক পোস্ট বা কাস্টম পোস্টে কমেন্ট করলে তা আবার নতুন করে ভিজিবল হবে। ফেসবুকের নতুন অ্যালগরিদম অনুযায়ী যারা আপনার পোস্টে বেশি লাইক কমেন্ট করে তাদের ওয়ালে এই পোস্টটি নতুন করে পৌঁছে যাবে। উক্ত ফ্রেন্ড পোস্টটিতে লাইক/কমেন্ট না করলেও পৌঁছে যাবে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ