ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

নাৎসিকে সম্মান দেখানোর দায়ে ছাড়তে হলো স্পিকারকে পদ

প্রকাশনার সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া এক নাৎসি সৈনিককে হাউজ অব কমন্সে সম্মান জানানো নিয়ে বিতর্কে কানাডার জাতীয় সংসদের স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগের ঘোষনা দিয়েছেন। সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্কের মুখে এর আগে তিনি সংসদে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তাকে পদত্যাগের ঘোষনা দিতে হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সফরকালে স্পিকার অ্যান্থনি রোটা তার নির্বাচনী এলাকার বাসিন্দা এই ইউক্রেনিয়ানকে আমন্ত্রন জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট কানাডার সংসদে বক্তৃতা শুরুর আগে স্পিকার জানান, দর্শক গ্যালারিতে একজন ইউক্রেনিয়ান যোদ্ধা আছেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। পুরো সংসদ দাঁড়িয়ে ৯৮ বছর বয়সী ইয়ারোস্লাভ হুনকাকে সম্মান জানায়।

পরে জানা যায় ৯৮ বছর বয়স্ক ইয়ারোস্লাভ হুনকা নাৎসি বাহিনীর কুখ্যাত এসএস ব্রিগেডের সদস্য ছিলেন। কুখ্যাত একজন নাৎসিকে সংসদে আমন্ত্রণ জানিয়ে সম্মান দেখানোর দায় নিয়ে স্পিকারকে পদ ছেড়ে দিতে হলো।

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম

(ফেসবুক থেকে সংগৃহীত)

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ