ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘কারো ক্ষতি না করেও আপনি অপছন্দের পাত্র হতে পারেন’

প্রকাশনার সময়: ১৯ আগস্ট ২০২৩, ১৩:১৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১৩:১৯
ছবি- ইফতেখায়রুল ইসলাম

পরশ্রীকাতরতায় পূর্ণ এই সমাজে আপনি কারো কোনো ক্ষতি না করেও অপছন্দের পাত্র হতে পারেন! এমন নয় আপনি অপকর্ম করেন অথবা সমাজের জন্য আপনি হানিকর কেউ! তা সত্ত্বেও পরশ্রীকাতরতায় পূর্ণ মহানুভবগণ আপনাকে পছন্দ করবেন না!

এখন কেউ কাউকে পছন্দ না-ই করতে পারেন, সেটি যার যার ব্যক্তিগত অভিরুচি কিন্তু অপছন্দ করবার জন্য যথোপযুক্ত কারণ তো থাকা চাই! সমস্যা এখানেই, সমাজের কেউ কেউ ভ্যালিড কোনো কারণ ছাড়াই আপনাকে অপছন্দ করে বা করবে! এরুপ যারা করেন, তাঁদের আসলে মন ভালা থাকে না, তারাই বলেন- “আইজকে আমার মন ভাল নেই!”

এদের আসলে কোনোকালেই মন ভাল থাকে না, তাই অপছন্দ করার কোনো কারণও থাকে না! বি.দ্র. লেখার শেষে রম্যের উপস্থিতি আসলেও সমাজে এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়, এরা শুধু আপনার একটি পতনের অপেক্ষায় থাকে এবং সেটা হলেই তাদের জীবন বিনোদনে পূর্ণ হয়ে যায়।

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ