বলিউড বাদশাহ অমিতাভ বচ্চন গ্রেফতার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা এমন এক সংবাদে উদ্বিঘ্ন হয়েছিলেন অভিতাভের ভক্ত-অনুরাগীরা।
শুক্রবার (১৯ মে) দুপুরে অমিতাভ তার অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে দেখা যায় মুম্বাই পুলিশের একটি জিপের পাশে দাঁড়িয়ে থাকতে এবং তার মাথা ঝুঁকে রয়েছে। সঙ্গে অমিতাভ ক্যাপশনে লিখেছেন, ‘গ্রেফতার হলাম!’
সেই ছবি দেখার পরেই তার গ্রেফতার হওয়ার গুজব ছড়িয়ে পরে। আসলে অমিতাভ গ্রেফতার হননি। আরেকটি ব্লগে তিনি জানান যে, পুরো বিষয়টিই মজার ছলে করা হয়েছিল। সিনেমার শুটিং ফ্লোরে নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে ছবিটি তোলা হয়েছিল।
সম্প্রতি বিনা হেলমেটে বাইক সফরের ছবি শেয়ার করে নেওয়ার পর সমালোচিত হন এই অভিনেতা। এই ঘটনায় মুম্বাই পুলিশ জরিমানাও করেন।
নয়া শতাব্দী/এসএম/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ