সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিন জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করতে হয়। এ দিন উপলক্ষে অনেক নফল ইবাদতের সুসংবাদ দেওয়া হয়েছে মানুষকে। অনেক নেক আমলের কথা বলা হয়েছে। প্রতিটি নেক আমল ও ইবাদত পালনে রয়েছে অফুরন্ত সওয়াব। জেনে নিন, জুমার দিনের বিশেষ আমল।
১. আগে আগে ঘুম থেকে ওঠা।
২. বেশি বেশি দরুদ পাঠ করা।
৩. গোসল করা
৪. সুরা কাহাফ তিলাওয়াত করা
৫. দোয়া করা।
৬. উত্তম পোশাক পরিধান করা।
৭. সুগন্ধি ব্যবহার করা।
৮. পায়ে হেঁটে মসজিদ যাওয়া।
৯. দ্রুত মসজিদে যাওয়া।
১০. মসজিদে কাতার ভেঙে সামনে না যাওয়া।
১১. খুতবার সময় চুপ থায়।
১২. তাহিয়াতুল মসজিদ আদায় করা।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ