ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ দেখতে এসে মেক্সিকান সমর্থকের ইসলাম গ্রহণ

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২২, ১২:৩৪

কাতারে বিশ্বকাপের খেলা দেখতে এসে ইসলাম গ্রহণ করলেন এক মেক্সিকান সমর্থক। এর মধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রাজধানী দোহার ‘কাতারা’ কালচারাল ভিলেজে কালিমা পড়ে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন ওই মেক্সিকান যুবক। যুবকটিকে কালিমায়ে শাহাদাত পাঠ করান স্থানীয় ইসলামিক দাঈ (ইসলাম প্রচারক) শায়খ হাইয়ান আলইয়াফাঈ।

যুবকের ইসলাম গ্রহণের বর্ণনা দিয়ে শায়খ আলইয়াফাঈ ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি বলেছেন, ‘যুবকটি মুসলিম সংস্কৃতি সম্পর্কে জানতে মসজিদে আসেন। তখন তাকে ঈমানের মৌলিক বিষয়গুলো ব্যাখ্য করে বোঝানো হয় এবং একইসঙ্গে তাকে বলা হয় যে, ইসলাম সকল নবী-রাসুলদের ধর্ম। আর প্রত্যেক নবী-রাসুলের ম্যাসেজ ও বার্তা একটিই। তা হলো, আল্লাহ তায়ালা তাদেরকে পাঠিয়েছেন মানুষকে একত্ববাদের প্রতি আহ্বান করার জন্য। মুসা, ঈসা, মোহাম্মদ (সা.) ও আগেকার সকল নবী-রাসুল এক আল্লাহর ইবাদত করতেন, যার কোনো শরিক নেই।’

তিনি পোস্টে আরও লেখেন, ‘এরপর যুবকটি নবীদের ধর্মের ওপর আসার এবং ইসলামে দীক্ষিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তখন তাকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়- তোমাকে কি কেউ ইসলাম গ্রহণে বাধ্য করেছে? তিনি জানান, তাকে কেউ বাধ্য করেনি।’

শায়খ হাইয়ান আলইয়াফাঈ বলেন, আলহামদুলিল্লাহ, পরে তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তার বক্ষকে উন্মোচন করে দিন এবং তার হৃদয়কে আলোকিত করে দিন। আমরা আল্লাহর কাছে ইসলামের ওপর তার এবং আমাদের অবিচলতা কামনা করছি।’

সূত্র : আল-জাজিরা

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ