পটুয়াখালীর কুয়াকাটায় প্রত্যুষে পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস পূজা।
মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় জাগতিক সব পাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে এ স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কুয়াকাটায় রাস লীলা শেষ হলেও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে এ উৎসব ও মেলা চলবে আরো ৫ দিন।
সনাতন ধর্মালম্বীদের মতে, দ্বাপর যুগে কংশ রাজাকে বস করে রাধাকৃষ্ণ যে প্রেম লীলা করেছিলো সেই লীলা থেকেই শুরু রাস উৎসবের প্রচলন। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে ২০০ বছর ধরে হয়ে আসছে স্নান। এরই ধারাবাহিকতায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গতকাল সোমবার রাতভর পূজা অর্চনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও নামকৃর্তনে মিলিত হয় প্রায় অর্ধলক্ষাধিক পুণ্যার্থী।
মঙ্গলবার সকালে সূর্দয়ের সাথে সাথে শীতের তীব্রতা উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতে স্নান করেন সনাতনীরা। এ স্নানের আগে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেল পাতা, ফুল, ধান, দুর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রে জলে অর্পন করেন তারা।এসময় উলুধ্বনি ও মন্ত্রোপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এছাড়া মাথান্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিন্ডদান করেন অনেক মানতকারীরা। পরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ