ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চাকরি পাওয়ার দোয়া ও আমল

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২২, ১৯:৩৩
ছবি - প্রতীকী

চাকরি বা কাজ পাওয়া অনেকের জন্য কঠিন। কিন্তু জীবনের বাস্তবতায় সময়ের প্রয়োজনে আমাদের চাকরি বা কাজের পেছনে ছুটতে হয়। সবারই স্বপ্ন থাকে ভালো একটা কর্মসংস্থানের। কিন্তু অনেকের কাছে ভালো চাকরি দুঃস্বপ্নের মতোই ব্যাপার। আবার চাকরি খুঁজতে খুঁজতে বয়স বেড়ে যাওয়ার ঘটনাও কম নয়।

মনে রাখতে হবে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনিই আমাদের রিজিকদাতা। তাই আল্লাহর ওপর ভরসা রেখে রিজিকের সন্ধান করতে হবে। ভালো কাজ ও চাকরির চেষ্টা করতে হবে। এর পাশাপাশি আমরা কয়েকটি আমল ও দোয়া করতে পারি। আসুন জেনে নিই, সেই দোয়া ও আমল- * গুরুত্ব আর মহব্বত নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি।

* নিয়মিত সালাতুল হাজত পড়তে পারি।

* বড় কোনো গুনাহের বদ অভ্যাস থাকলে তওবা করা জরুরি।

* বেশি বেশি ইস্তেগফার করতে পারি।

* মা-বাবার প্রতি সদাচারণ করা জরুরি। নিয়মিত আত্মীয়স্বজনের খোঁজ-খবর রাখতে পারি।

* হালাল রিজিকের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে পারি।

* নিয়মিত এই দোয়া করতে পারি:

উচ্চারণ : ‘রব্বি ইন্নি লিমা আনযালতা ইলায়্যা মিন খইরিন ফাকির।’

অর্থ : হে আল্লাহ, আপনি আমার জন্য যে রিজিক নাজিল করেছেন, আমি তার খুব মুখাপেক্ষী। (সুরা কাসাস, আয়াত : ২৪)

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ