সৌদি আরবের পবিত্র মক্কায় ১১১টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত কিং আবদুল আজীজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারী বাংলাদেশের হাফেজ সালেহ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) হাফেজ সালেহ তাকরিমের অধ্যয়নরত প্রতিষ্ঠান মারকাযু ফয়জুল কুরআনে সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য ও দারুস সালাম থানার সভাপতি মুহাম্মদ আবু ইউসুফ।
এ সময় তিনি বলেন, কুরআনের পাখি বিশ্বজয় করে এসেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করে লাল-সবুজের পতাকাকে আরো মর্যাদাপূর্ণ করেছে। যা দেশবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। আমরা তার উত্তোরত্তর শুভ কামনা করছি। মহান আল্লাহ যেন হাফেজ সালেহ তাকরিমকে দিয়ে দ্বীনের আরো বড় বড় খেদমত কবুল করেন।
সংবর্ধনা প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দারুসসালাম থানার সহ-সভাপতি মুফতী মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ তালুকদার, ১০ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবু হানিফ, যুব নেতা তানজিলুর রহমান, ছাত্রনেতা মোল্লাহ মুহাম্মদ আল-আমিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ