ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আল্লাহর ডাকে সাড়া দিন

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৭

আল্লাহ বলেন, ‘তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবে না এবং তাঁর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়।’ (সুরা মায়েদা: ৭৪)

‘তারা কি জানে না, আল্লাহই তাঁর বান্দাদের তওবা কবুল করেন, তাদের দান-সদকা গ্রহণ করেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়।’ (সুরা তওবা: ১০৪)

‘আল্লাহ তোমাদের তাঁর ক্ষমা ও অনুগ্রহের আশ্বাস দেন। আল্লাহ বড়ই উদারহস্ত ও মহাজ্ঞানী।’ (সুরা বাকারা: ২৬৮)

‘দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার পথে এবং সেই পথে; যা পৃথিবী ও আকাশের সমান প্রশস্ত জান্নাতের দিকে চলে গেছে, যা এমন সব আল্লাহভীরু লোকদের জন্য তৈরি করা হয়েছে।’ (সুরা আলে ইমরান: ১৩৩)

‘আর আল্লাহর কাছে ক্ষমার আবেদন কর। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও পরম করুণাময়।’ (সুরা নিসা: ১০৬)

‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তাঁর দিকে ফিরে এসো, তাহলে তিনি একটি দীর্ঘ সময় পর্যন্ত তোমাদের উত্তম জীবন সামগ্রী দেবেন এবং অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তাঁর অনুগ্রহ দান করবেন। তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের ব্যাপারে একটি অতি ভয়াবহ দিনের আজাবের ভয় করছি।’ (সুরা হুদ: ০৩)

‘হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে, আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়।’ (সুরা হিজর: ৪৯)

‘হে মুমিনরা, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা কর, আশা করা যায় তোমরা সফলকাম হবে।’ (সুরা নুর: ৩১)

‘(হে নবী,) বলো, হে আমার বান্দারা যারা নিজের আত্মার ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চিতভাবেই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু।’ (সুরা জুমার: ৫৩)

‘হে ঈমানদাররা, আল্লাহর কাছে তওবা কর, প্রকৃত তওবা। অসম্ভব নয় যে, আল্লাহ তোমাদের দোষ-ত্রুটিসমূহ দূর করে দেবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে। সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তাঁর নবী এবং নবীর সঙ্গী ঈমানদারদের লাঞ্ছিত করবেন না। তাদের ‘নুর’ তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নুর পূর্ণাঙ্গ করে দাও ও আমাদের ক্ষমা করে দাও। তুমি সব কিছু করতে সক্ষম।’ (সুরা তাহরিম: ৮)

‘আমি বলেছি তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল।’ (সুরা নুহ : ১০)

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ