ইবনে আব্বাস (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করে এবং বলে—
উচ্চারণ: ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা, ওয়া জান্নিবিশ শায়তানা, মা রজাকতানা।’
অর্থ: ‘আল্লাহর নামে। হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন।’
তাহলে যদি তাদের সন্তান জন্মায়, তবে শয়তান তার ক্ষতি করতে পারবে না এবং তার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না।’ (বুখারি : ৩২৮৩)
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ