ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
আমল

অভাব দূর হওয়ার দোয়া

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২২, ০৭:৫৫

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে, তার অভাব দূর হয়ে যাবে— উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা।’

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে। আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি— কাউকে জুলুম করা থেকে অথবা কারও দ্বারা অত্যাচারিত হওয়া থেকে।’ (বুখারি : ১৫৪৪) এই দোয়াটি পড়ার পাশাপাশি নিচের আমলগুলো করতে পারি। আমলগুলোর মাধ্যমেও অভাব দূর হবে। ইনশাআল্লাহ।

১. ইস্তেগফার পাঠ করা— উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি।’

(আবু দাউদ : ১৫১৮ )

২. আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক। (বুখারি : ৫৯৮৫)

৩. নেয়ামতের শুকরিয়া আদায়। (সুরা ইবরাহিম : ০৭)

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ