ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মা-বাবার সেবায় কিনুন জান্নাত

প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২২, ১৪:২৭

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত— রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ওই ব্যক্তির নাক মলিন হোক, যার কাছে আমার কথা আলোচনা করা হলো অথচ সে আমার জন্য দরুদ পাঠ করল না, ওই লোকের নাক মলিন হোক যার কাছে রমজান মাস আসল, তারপর তাকে ক্ষমা করার আগেই রমজান শেষ হয়ে গেল, অথচ সে ক্ষমাপ্রাপ্ত হলো না। ওই ব্যক্তির নাক মলিন হোক যে তার মা-বাবাকে বার্ধক্য অবস্থায় পেয়েও তারা তাকে জান্নাতে নিতে পারল না।’ (তিরমিজি)।

পবিত্র রমজান মাসের সবচেয়ে তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে এই হাদিসে। পিতা-মাতার সঙ্গে সদাচার এবং তাদের হক আদায়ের চেষ্টা তার অন্যতম। হাদিসটিতে পিতা-মাতার প্রতি করণীয় সম্পর্কে নির্দিষ্ট তেমন কিছু বলা হয়নি। কিন্তু একটি বাক্যে যা বলা হয়েছে— এর মধ্যে কিছু বাকিও থাকেনি! এতে ইঙ্গিত করা হয়েছে, পিতা-মাতাই সন্তানের জান্নাত-জাহান্নাম। তারা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ খুশি তো জান্নাত আপনার ঠিকানা। তারা অখুশি তো আল্লাহ অখুশি। আল্লাহ অখুশি তো জাহান্নাম থেকে রেহাই নেই। এ হাদিস আরো বলছে রমজান মাসটি অনেক নেক আমলের পাশাপাশি পিতা-মাতার খেদমত করে জান্নাত কিনে নেয়ারও মাস।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ