ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হজ ও ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২১, ০১:৪৫
সংগৃহীত ছবি

হজ ও ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। নতুন বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীদের অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাংলাদেশের সকল হজ ও ওমরাহ এজেন্সিকে জরুরি নোটিশ দিয়েছে দেশটি।

নতুন এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করেছে সৌদি। বরং এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা না হলে কেউ হজ ও ওমরাহর জন্য ভিসা পাবেন না।

বুধবার বাংলাদেশস্থ সৌদি দূতাবাস এক জরুরি নোটিশে এসব কথা জানায়।

এতে বলা হয়, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের কনস্যুলার সেকশন বাংলাদেশের সকল হজ ও ওমরাহ অফিসের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি (বায়োমেট্রিক সিস্টেম) চালু করার কারণে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি হাজিদেরকে বায়োমেট্রিক সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে মোবাইলে গুগল প্লে অথবা আইওএস হতে (Saudi Visa Bio/ সৌদি ভিসা বায়ো) নামে অ্যাপ ডাউনলোড করতে হবে। যা আগাম ২৮/৫/১৪৪৩ হিজরি মোতাবেক ১ জানুয়ারি ২০২২ হতে কার্যকর হবে।

নতুন রেজিস্ট্রেশন পদ্ধতিতে হজ ও ওমরাহ যাত্রী (আঙ্গুলের ছাপ এবং একটি ছবি) নিবন্ধন করানোর জন্য ইতোপূর্বে হজ ও ওমরাহ এজেন্সিগুলোকে লিংকসহ জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীগণ উক্ত অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও প্রক্রিয়া সম্পন্ন ব্যতীত কেউ হজ ও ওমরাহর জন্য কোন ভিসা পাবেন না।

হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিদেরকে উক্ত তারিখের পর নির্ধারিত লিংকের মাধ্যমে উক্ত অ্যাপটি ডাউনলোড করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি সরকার।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ