কিছু গুনাহ আছে যার ফলে নেক আমল নষ্ট হয়। কোরআনে কারিম এবং হাদিস শরিফ থেকে ওইসকল গুনাহের তালিকা জেনে নেয়া উচিত। যেমন-
১. বিদআতি আকিদা গ্রহণ করা। ২. হারাম উপার্জন থেকে বিরত না থাকা; খাবার-দাবার, পোশাক-পরিচ্ছেদ ও বাসস্থান হারাম সম্পদ থেকে হওয়া ইত্যাদি।
৩. কারো গীবত করা।
৪. কাউকে অপবাদ দেয়া। কেবল ধারণার ভিত্তিতে কারো ওপর অভিযোগ তোলা।
৫. কাউকে গালমন্দ করা।
৬. মুখ বা হাত দিয়ে কাউকে কষ্ট দেয়া।
৭. কারো নাম বিকৃত করা।
৮. কাউকে কটাক্ষ, বিদ্রুপ ও তাচ্ছিল্য করা।
৯. কারো সঙ্গে অসদাচরণ করা।
১০. কারো ওপর জুলুম করা। কাউকে ধোঁকা দেয়া, প্রতারণা করা।
এসকল গুনাহ নেক আমলকে বরবাদ করে দেয়। এজন্য গুরুত্বের সঙ্গে এগুলো থেকে বিরত থাকা কর্তব্য। অন্যথায় আমরা যেন সত্যের উপর অবিচল ও দৃঢ়পদ থাকার লাজ রক্ষা করতে পারলাম না এবং নিজেদের নেক আমলেরও কোনো কদর করতে পারলাম না।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ