ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পবিত্র ওমরাহ পালনে নতুন সিদ্ধান্ত

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২১, ০০:৫৭
সংগৃহীত ছবি

পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার। কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীরা ওমরাহ পালনে সৌদি যেতে পারবেন। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার এ কথা জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে। ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত যে কোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করতে হবে। একইসঙ্গে আবেদন পত্রের সঙ্গে টিকার সনদের অনুলিপি জমা দিতে হবে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে।

মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদের এ বিধান মানতে হচ্ছে।

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকাড়ি শিথিল করে সৌদি আরব।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ