প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হল, আজান এরপর হাত তুলে দোয়া করা কি শরীয়তসম্মত? প্লিজ একটু তাড়াতাড়ি জানাবেন।
আবসার আলী ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল। জবাব : আজানের পর হাত উঠিয়ে দোয়া করা প্রমাণিত নয়। তাই হাত উঠিয়ে দোয়া পরিহার করতে হবে। তবে যদি আজানের দোয়া ছাড়া এমনিতে নিজের কোনো প্রয়োজনে দোয়া করে থাকে। তাহলে সেই দোয়াতে হাত উঠাতে কোনো সমস্যা নেই।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ