ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬

খতমে নবুয়ত মহাসম্মেলন আজ, প্রধান অতিথি আকসার ইমাম

প্রকাশনার সময়: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৬

আন্তর্জাতিক খতমে নবুয়াতের মহাসম্মেলন আজ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে এই সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, এ মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন আল-আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এরই মধ্যে আল-আকসার ইমাম বাংলাদেশে এসেছেন। তিনি দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা সদরে ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করছেন। আগামী ৮ জানুয়ারি ফিরে যাওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া সম্মেলনে দেশবরেণ্য ওলামায়ে কেরাম এতে বক্তব্য দেবেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ