ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
আপনার ? জিজ্ঞাসা

সকাল-সন্ধ্যার আমলে সুরার শুরুতে বিসমিল্লাহ পড়া

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২৪, ০৮:১৮

প্রশ্ন: সকাল-সন্ধ্যায় সুরা ইখলাস, ফালাক ও নাস পাঠের সময় আউজুুবিল্লাহ-সহ বিসমিল্লাহ বলে পাঠ করতে হবে কি?

শারমিন সুলতানা, চট্টগ্রাম

উত্তর: কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে কোন সুরা শুরু করার সময় ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ বলা সুন্নত। নির্দিষ্ট কোনো আয়াত পড়তে ‘বিসমিল্লাহ’ বলার প্রয়োজন নেই। সালাতের পর, সকাল-সন্ধ্যায় বা ঘুমের সময় ইখলাস, ফালাক, নাস পড়ার সময় ‘বিসমিল্লাহ’সহ পড়াই সুন্নাহ সম্মত। ইমাম নববী (রহ.) সুরা পঠনে ‘বিসমিল্লাহ’সহ বলার ব্যাপারেই মত দিয়েছেন। (তিবইয়ান, পৃ. ৩৭)

প্রসিদ্ধ বক্তব্য হলো, সুরা তাওবা ছাড়া ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ও উক্ত সুরারই একটি আয়াত। যেমন রাসুলুল্লাহ (সা.) সুরা কাওছার পড়ার শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ পড়েছিলেন (ছহীহ মুসলিম, হা/৪০০)।

ইবনু হাজার আল-হায়ছামী (রহ.) বলেন, “বিশুদ্ধ মত হলো ‘বিসমিল্লাহ’ও সেই সুরার একটি আয়াত।” (তুহফাতুল মুহতাজ: ২/৩৬)

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ