ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
আপনার ? জিজ্ঞাসা

কোরআন শরিফ ছুঁয়ে শপথ করা কি জায়েজ?

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২৪, ২১:১৪

উত্তর দিয়েছেন: ড. সাইফুল্লাহ মাদানী

প্রশ্ন: কোরআন শরিফ ছুঁয়ে শপথ করা কি জায়েজ? যদি কেউ কোরআন স্পর্শ করে শপথ করে সেটা ভাঙে তাহলে তার কি কাফফারা দিতে হয়?

উত্তর: ধন্যবাদ প্রশ্নটির জন্য। কোরআন মাজিদ ছুঁয়ে কসম করাটা বৈধ নয়। তবে এই রকম কসম করলে কসম হয়ে যাবে। এখন এই কসম ভাঙলে অবশ্যই তার কাফফারা দিতে হবে। এর কাফফারার জন্য উত্তম হচ্ছে ১০ জন মিসকিনকে খাওয়ানো। সেটা হতে হবে উত্তম বা মধ্যম মানের খাবার। কিংবা ১০ জন মিসকিনের জামা-কাপড়ের ব্যবস্থা করতে হবে। এসব সম্ভব না হলে তিনদিন একাধারে সিয়াম পালন করবেন কাফফারা হিসেবে। তবে কোরআন মাজিদ কিংবা কোনো ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করা ইসলামে জায়েজ নেই। কসম আল্লাহর নামে করতে পারেন সেটা জায়েজ।

অনুলিখন— রেখা আক্তার

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ