ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬
আপনার ? জিজ্ঞাসা

মা-মরা ছেলের লালন পালনে কে বেশি হকদার?

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৭

উত্তর দিয়েছেন— মুফতি আবদুল মালিক

প্রশ্ন : আমার একমাত্র পুত্রসন্তান জন্মগ্রহণ করার সময় তার মা ইন্তেকাল করে। বাচ্চা এখন আমাদের ঘরেই। আমার এক বোন (যে বাচ্চার মামিও হয়) চাচ্ছে, সে-ই তাকে লালন-পালন করবে। অন্যদিকে বাচ্চার এক বিধবা খালা তাকে নিতে চাচ্ছে। তার স্বামী মারা গিয়েছে প্রায় দুই বছর আগে। তো আমি নিশ্চিত যে, উভয়ে সুন্দরভাবে লালন-পালন করবে। কিন্তু শরিয়তের দৃষ্টিতে কে বেশি হকদার? দয়া করে জানিয়ে বাধিত করবেন। উল্লেখ্য, বাচ্চার কোনো বোন নেই এবং দাদি নানিও দুনিয়াতে নেই।

হাবীবুর রহমান— খুলনা

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুটির খালাই তাকে লালন-পালন করার অধিক হকদার। কেননা শরিয়তের দৃষ্টিতে শিশুর লালন-পালনের ক্ষেত্রে ফুফুর চেয়ে খালা অগ্রগণ্য। অবশ্য শিশুটির খালা যদি তাকে লালন-পালনের হক ছেড়ে দেয় বা শিশুর মাহরাম নয় এমন কারো সঙ্গে তার বিবাহ হয়, সেক্ষেত্রে শিশুর ফুফু বিবাহিত হলেও ফুফু যেহেতু তার মাহরামের অর্থাৎ মামার স্ত্রী, তাই সেক্ষেত্রে খালার পরিবর্তে এ ফুফু তাকে লালন-পালনের হকদার হবে।

কিতাবুল আছল ১০/৩৫২; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৫/৩২১, ৩২৭; বাদায়েউস সানায়ে ৩/৪৫৭; আলবাহরুর রায়েক ৪/১৬৮; আদ্দুররুল মুখতার ৩/৫৬৩

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ