ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মসজিদে নববীতে এক সপ্তাহে ৫০ লাখ মুসল্লি

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে এক গত এক সপ্তাহে ৫০ লাখের বেশি ইবাদতকারী ও জিয়ারতকারী আগমন করেছেন। এই সময় ইবাদতকারী ও জিয়ারতকারীদের সবোর্চ্চ সেবা প্রদান করা হয়েছে।

মসজিদে নববীর সেবায় নিয়োজিত জেনারেল অথরিটি জানিয়েছে, গত সপ্তাহে ৫০ লাখের বেশি মানুষ মসজিদে নববীতে আগমন করেছেন। তাদের মধ্যে ২ লাখ ৩০ হাজার ৮২৩ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেছেন।

মসজিদে নববীতে নামাজ আদায় ও রাসূল সা. এর রওজা জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবূ দারদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববী) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ