* তিনি সর্বাপেক্ষা নির্ভীক ও সাহসী ছিলেন।
* তিনি সর্বাপেক্ষা দানবীর ছিলেন।
* কখনো কোনো জিনিস চাওয়া হলে তিনি না করেননি।
* তিনি সর্বাপেক্ষা ধৈর্যশীল ছিলেন।
* নিজের জন্য কোনো প্রতিশোধ নেননি।
* নিজের স্বার্থের জন্য কখনো রাগান্বিত হননি। তবে হ্যাঁ, আল্লাহর হুকুম -বিধান লঙ্ঘন করা হলে আল্লাহর নিমিত্তেই প্রতিশোধ নিয়েছেন।
* অধিকারের ব্যাপারে তাঁর কাছে আত্মীয়-অনাত্মীয়, দুর্বল, সবল সমান ছিল।
* তিনি গুরুত্ব দিয়ে বলেছেন যে, তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কেউ কারো চাইতে শ্রেয় নয়।
* সব মানুষ সমান ও সমকক্ষ।
* পূর্ববর্তী জাতিগুলো এজন্য ধ্বংস হয়েছে যে, কোনো সম্ভ্রান্ত লোক চুরি করলে ছেড়ে দিত আর কোনো দুর্বল লোক চুরি করলে শাস্তি দিত।
* কখনো কোনো খাবারের দোষ বর্ণনা করেননি।
* রুচিসম্মত হলে আহার করতেন। অন্যথায় বর্জন করতেন।
* অসুস্থ ব্যক্তিদের দেখতে যেতেন।
* তিনি নিজের জুতা নিজেই সেলাই করতেন ও কাপড়ে তালি লাগাতেন এবং গৃহ কর্মে তাঁর পরিবারবর্গের সহযোগিতা করতেন।
* তিনি অতি নম্র ছিলেন।
* ধনী-গরিব, সম্ভ্রান্ত-অসম্ভ্রান্ত সবার দাওয়াত গ্রহণ করতেন।
* গরিব-মিসকিনকে প্রচুর ভালোবাসতেন।
* জানাজায় হাজির হতেন।
* পীড়িত লোকদের দেখতে যেতেন।
* কোনো দরিদ্র ব্যক্তিকে দারিদ্র্যের জন্য ঘৃণা করতেন না।
* কোনো রাজা বা শাসককে তাঁর রাজত্ব ও যশ-ঐশ্বর্যের কারণে ভয় করতেন না।
* ঘোড়া, উট, গাধা ও খচ্চরের ওপর আরোহণ করতেন।
* সর্বাপেক্ষা সুদর্শন ছিলেন।
* সব চাইতে বেশি স্নিগ্ধ হাসতেন। অথচ দুঃখ বিপদ অনবরত আসতে থাকত।
* সুগন্ধ ভালোবাসতেন।
* দুর্গন্ধ ঘৃণা করতেন।
* আল্লাহপাক তাঁর মধ্যে চারিত্রিক উৎকর্ষ ও সুন্দর কর্মের অনুপম সন্নিবেশ ঘটিয়েছেন।
* আল্লাহ তায়ালা তাঁকে এমন জ্ঞান দান করেছিলেন যা পূর্ববর্তী ও পরবর্তী অন্য কাউকে দান করা হয়নি।
* তিনি ছিলেন নিরক্ষর। জানতেন না লেখাপড়া। মানুষের মধ্যে কেউ তাঁর শিক্ষক ছিল না।
* আল্লাহর কাছ থেকে নিয়ে আসেন আল-কোরআন যার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বলেন, ‘বলুন, যদি মানুষ ও জিন এ কোরআনের অনুরূপ রচনা করার জন্য জড়ো হয় এবং তাঁরা পরস্পরের সাহায্যকারী হয়, তবুও তাঁরা কখনো এর অনুরূপ রচনা করতে পারবে না।’ (সুরা ইসরা: ৮৮)
* রাসুলের (সা.) নিরক্ষর হওয়াটা মিথ্যা অপবাদকারীদের সব অহেতুক প্রলাপের অকাট্য, অপ্রতিরোধ্য ও অখণ্ডনীয় উত্তর যাতে কেউ একথা বলতে না পারে যে, তিনি স্বহস্তে লিখেছেন বা অন্যের কাছে শিখেছেন বা অন্য সূত্র থেকে পাঠ সংগ্রহ করেছেন।
সূত্র: নবী জীবনী (সিরাতুন নাবয়্যিয়াহ, আলমামলাকাতুল আরাবিয়্যিয়াতুস সায়ুদিইয়াহ) গ্রন্থ থেকে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ