পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। ওমরা পালনে ইচ্ছুক মুসল্লিদের বাধ্যতামূলক ছয়টি জিনিস সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়।
নির্দেশনা অনুযায়ী, সৌদির ভেতর ও বাইরে থেকে যারা ওমরা করতে আসবেন তাদের ছয়টি জিনিস সঙ্গে রাখতে হবে।
সেগুলো হলো- পরিচয়পত্র/ পাসপোর্ট, জরুরি যোগাযোগের ফোন নাম্বার, একটি মোবাইল চার্জার, দোয়া-দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ। এতে করে তাদের ওমরা পালন অনেকটাই সহজ হবে।
হজের সময় ছাড়া বছরের যেকোনো সময় পবিত্র কাবাঘরের তাওয়াফসহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরা বলা হয়। ওমরা পালন শেষে বেশিরভাগ মানুষই পবিত্র মদিনায় যান। সেখানে তারা মহানবী (স.)-এর রওজা শরিফ দেখাসহ ইসলামের বিভিন্ন নিদর্শন প্রত্যক্ষ করেন।
সূত্র: গালফ নিউজ
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ