প্রশ্ন: আমি কয়েক দিন আগে বিছানার চাদরের ওপর জায়নামাজ বিছিয়ে নফল নামাজ পড়ছিলাম। নামাজের পর আমার স্ত্রী বলল, আপনি যেখানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন, সেখানে তো আপনার বাচ্চা পেশাব করে দিয়েছিল। যার কারণে বিছানার চাদর নাপাক হয়ে গেছে। যদিও তা এখন শুকিয়ে গেছে। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, আমি অপবিত্র চাদরের ওপর জায়নামাজ বিছিয়ে যে নামাজ আদায় করেছি, তা কি সহীহ হয়েছে, নাকি উক্ত নামাজ আদায় হয়নি? জানিয়ে বাধিত করবেন।
উসমান- রাজশাহী
উত্তর : আপনার উক্ত নামাজ আদায় হয়ে গেছে। কেননা বিছানার চাদরটি নাপাক হলেও যেহেতু এর ওপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন, তাই উক্ত নামাজ সহীহ হয়েছে। এ ক্ষেত্রে জায়নামাজের নিচের চাদরটি নাপাক হলেও এ কারণে নামাজে সমস্যা হয়নি।
-আলমুহীতুর রাযাবী ১/১৪৩; ফাতাওয়া খানিয়া ১/২৬; আলবাহরুর রায়েক ১/২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ