ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫

মারা যাওয়া হাজিদের হজের অনুমতি ছিল না

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৪, ২০:২৮

অতিরিক্ত গরমে মারা যাওয়া হাজিদের কারোই হজের অনুমতি ছিল না বলে জানিয়েছে সৌদি আরব সরকার। তবে এবারের হজের ব্যবস্থাপনা খারাপ ছিল বলে অভিযোগ করেছেন অনুমতিপ্রাপ্ত ও অনুমতিবিহীন হাজিরা।

তারা জানান, পর্যাপ্ত বাস না থাকায় তাদের প্রখর রোদের মধ্যে কয়েক ঘণ্টা হাঁটতে হয়েছে। আর এ কারণেই সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছেন।

১৯৮৫ সালের আগস্টে তাপের কারণে এত হাজিকে হতাহত হতে দেখা গিয়েছিল। ওই বছর হজ করতে গিয়ে গরমে মারা গেছেন ১ হাজার ১২ জন। এরপর এ বছরের আগে এমন ঘটনা আর দেখা যায়নি।

চলতি বছর হজ করেছেন ১৮ লাখের বেশি মানুষ। আর হজ করতে গিয়ে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

তবে এই সংখ্যা তিন থেকে চারগুণ বেশি হতে পারে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানিয়েছে সৌদির একটি নিরাপত্তা সূত্র।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ