মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১

সমবায় সমিতির সদস্যদের ওপর কি জাকাত ফরজ

প্রকাশনার সময়: ২২ জুন ২০২৪, ২৩:৩০

উত্তর দিয়েছেন— মুফতি আব্দুল মালিক

প্রশ্ন: আমরা ৫০ জন কলেজ ছাত্র মিলে একটি সমিতি করি। প্রত্যেক সদস্য মাসে ৫০০ টাকা করে জমা করি। বর্তমানে সমিতির মোট টাকার পরিমাণ পাঁচ লাখ ২৫ হাজার টাকা। যা প্রত্যেক শরীকের হিসাবে ১০৫০০ টাকা করে আসে। প্রায় দুই বছর ধরে আমরা টাকা জমা করে আসছি। জানার বিষয় হলো, যেহেতু সমষ্টিগত টাকা জাকাতের নেসাব অতিক্রম করেছে এবং বছরও পূর্ণ হয়েছে এমতাবস্থায় উক্ত টাকার জাকাত দিতে হবে কি? ফয়সাল- যশোর

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে সমিতির উক্ত পাঁচ লাখ ২৫ হাজার টাকার ওপর সমষ্টিগতভাবে জাকাত ফরজ হবে না। বরং জাকাতের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রত্যেক সদস্যের মালিকানা অনুযায়ী হিসাব হবে। অতএব উক্ত টাকা থেকে প্রত্যেকের মালিকানায় যেহেতু ১০ হাজার ৫০০ করে পড়ে, যা নেসাব থেকে অনেক কম, তাই শুধু এ টাকার কারণে জাকাত ফরজ হবে না।

অবশ্য কোনো সদস্যের যদি নেসাব পরিমাণ অন্য জাকাতযোগ্য সম্পদ থাকে, কিংবা এই টাকার সঙ্গে তার অন্যান্য জাকাতযোগ্য সম্পদ মিলে নেসাব পরিমাণ হয়ে যায়, তাহলে তাকে সমিতিতে নিজের জমানো এ টাকারও জাকাত আদায় করতে হবে। (আদ্দুররুল মুখতার: ২/৩০৪)

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ