ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

এবার হজের খতিব নিযুক্ত হলেন শায়খ মাহের মুআইকিলি

প্রকাশনার সময়: ২৭ মে ২০২৪, ১৯:৫২

এবার হজের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদে হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকিলি হাফিযাহুল্লাহ। সবসময় সহজ ভাষায় এবং সিরাতুন্নবীর (সা.) উদ্ধৃতি দিয়ে সব বিষয়ে খুতবার জন্য শায়খ মাহের মুআইকিলি বিখ্যাত।

হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে হারামাইনের অফিসিয়াল ফেসবুক ও এক্স (টুইটার) পেইজ।

নবী (সা.) যে নামাজ ও খুতবায় নেতৃত্ব দিয়েছেন, সম্মানজনক সেই দায়িত্ব এবার প্রথমবারের মতো পালন করবেন কুরআনের এই কোকিল।

আগামী ৯ জিলহজ আরাফার দিন তিনি মসজিদে নামিরায় এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের সালাত পড়িয়ে হজের খুতবা দেবেন।

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আশ শায়খ। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

এরপর থেকে প্রতি বছরই সৌদি কর্তৃপক্ষ নতুন খতিব নিয়োগ দিয়ে আসছেন। বিজ্ঞ স্কলারদের মতামতের ভিত্তিতে সৌদি বাদশাহ এই খতিব নিয়োগ দিয়ে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে এবার হজের খুতবায় নেতৃত্ব দেবেন ড. মাহের বিন হামাদ আল-মুআইকিলি হাফিযাহুল্লাহ। গত বছর হজের খুতবা দেন শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ