ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুখ দিয়ে শুধু পানি বেরিয়ে এলে কি ওজু ভেঙে যায়?

প্রকাশনার সময়: ২১ মে ২০২৪, ১৭:০৫ | আপডেট: ২১ মে ২০২৪, ১৭:৫০

উত্তর দিয়েছেন— মুফতি আবদুল মালিক

প্রশ্ন: কিডনিতে পাথর ধরা পড়ার কারণে ডাক্তার আমাকে প্রচুর পরিমাণে পানি পান করতে বলেছেন। একদিন ফজরের নামাজের জন্য ওজুু করে দুই-তিন গ্লাস পানি পান করি। একটু পর মসজিদে যাওয়ার পথে আমার বমি বমি ভাব হয়। এরপর বেশ পরিমাণ পানি মুখ দিয়ে বেরিয়ে যায়। ওজুু ভাঙার সন্দেহ হলে আমি সতর্কতামূলক আবার ওজু করে নিই। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, মুখ দিয়ে এ রকম শুধু পানি বেরিয়ে এলে কি ওজুু ভেঙে যায়?

ফখরুল ইসলাম- সিলেট

উত্তর: মুখ ভরে শুধু পানি বমি হলেও ওজুু ভেঙে যায়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওজুু ভেঙে গেছে। তাই এরপর ওজুু করে নেয়া ঠিকই হয়েছে।

-আলজামিউস সাগীর, পৃ. ৭২; শরহুল জামিইস সাগীর, কাযীখান ১/২৭; আলমাবসূত, সারাখসী ১/৭৫; বাদায়েউস সানায়ে ১/১২৩; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৪৯

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ