সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি ও খাদিমুল হারামাইন আশ-শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সাউদ হাফিযাহুল্লাহর যৌথ উদ্যোগে ‘কুরআন ও সুন্নাহ উভয়ই ওহি, সুন্নাহ মেনে নেয়া কুরআনের অপরিহার্য দাবি’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত স্টার হোটেলে এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, শায়েখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানি (সভাপতি, সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি।) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য উলামায়ে কিরাম, ইউনিভার্সিটি শিক্ষক, ইসলামিক স্কলার ও সুপরিচিত দাঈগণ।
সেমিনারে বক্তারা বলেন, সুন্নাহ বাদ দিয়ে কুরআনের প্রতি অপরিহার্য ঈমানের দাবি পূরণ করা সম্ভব নয়। আকীদা, আখলাক ও ইবাদতের ক্ষেত্রে সুন্নাহর কোনো বিকল্প নেই। সুন্নাহ অস্বীকার করা অথবা না মানা দ্বীনের ক্ষেত্রে চরম বিচ্যুতি। সুন্নাহ ও কুরআনের উৎস এক ও অভিন্ন। তাই সুন্নাহকে অস্বীকার করা কুরআনকে না মানার নামান্তর।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ