১৪৪৫ হিজরি সনের শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার বিষয়টি পর্যালোচনায় শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।
ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শুক্রবার রজব মাসের চাঁদ দেখা গেলে আগামী ৩ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে শবে মেরাজ পালন হবে। চাঁদ দেখা না গেলে পরদিন রোববার (৪ ফেব্রয়ারি) দিনগত রাতে শবে মেরাজ পালন হবে।
এদিকে দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে, তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ এবং ০২-৪১০৫০৯১৭।
নয়া শতাব্দী/আতারা/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ