ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

জুমার দিনে যে ৫ কাজে মিলবে জান্নাত

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ১১:৩৫

শান্তি ও মানবতার ধর্ম ইসলাম। ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের গুরুত্ব ও ফজিলত অনেক। এর মধ্যে জুমার সালাতের ফজিলত অত্যধিক। জুমার দিন হলো সপ্তাহের সর্বোত্তম দিন। এ দিনকে মুসলিম উম্মাহর জন্য একটি বিশেষ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। জুমাবারকে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বলেও আখ্যায়িত করা হয়েছে।

জুমার দিন মুমিনের বিশেষ পাঁচ কাজের বিনিময়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এমন পাঁচটি কাজ আছে, যে ব্যক্তি একই দিনে ওই পাঁচটি কাজ করবে, আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী বলে লিখে দেবেন।

কাজগুলো হলো-

১) রোগী দেখা তথা রোগীর সেবাযত্ন বা খোঁজ-খবর নেওয়া।

২) জানাজায় অংশ নেওয়া।

৩) রোজা রাখা।

৪) জুমার নামাজ আদায় করা।

৫) গোলামমুক্ত করে দেওয়া।’ (মুসলিম)

এ পাঁচটি কাজ শুধু জুমাবারেই করা সম্ভব। জুমার দিন ছাড়া এ কাজগুলো অন্য দিন করা সম্ভব নয়। কারণ, এ পাঁচটি কাজের মধ্যে জুমার সালাতও একটি।

এছাড়াও জুমার দিনের আরও অনেক ফজিলতের কথা নবীজি (সা.) বলেছেন। আউস বিন আউস সাকাফি রা. থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল, দ্রুততর সময়ে মসজিদে গেলো এবং (ইমামের) কাছাকাছি বসে মনোযোগসহ (খুতবা) শুনল, তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। (আবু দাউদ : ৩৪৫) নয়া শতাব্দী/আতারা/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ